পশ্চিমবঙ্গের কোনো জায়গায় মোবাইল হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে কি করবেন / What to do if mobile is lost or stolen in any place of West Bengal

প্রথমেই বলে রাখি, যারা মনে করেন মোবাইল হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না, কিন্তু  তারা একবার কলকাতা পুলিশের ফেসবুক পেজ থেকে ঘুরে আসুন। হারানো ফোন ফিরে পাওয়া সংক্রান্ত ছবিসহ অনেক পোস্ট পেয়ে যাবেন। তবে ফোন হারিয়ে গেলে শুধুমাত্র লোকাল পুলিশস্টেশনে ডায়েরি করে সিম ব্লক করে দিয়েই যদি আপনি থেমে যান, তাহলে আপনার হারানো ফোন ফিরে পাবার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কিন্তু এরপর যদি আপনি সঠিক জায়গায় অভিযোগ জানান, তাহলে আপনার হারানো ফোন ফিরে পাবার সুযোগ অনেকটাই বেড়ে যাবে। হারানো ফোনের ব্যাপারে অভিযোগ জানাতে গেলে IMEI no উল্লেখ করতেই…